সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভায় শীতবস্ত্র বিতরণকালে গণভোটের প্রচারণা ও সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার সান্তাহার পৌরসভা অফিস চত্বরে পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
সঙ্গে একটি করে গণভোটের লিফলেটও দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মণ্ডল, ব্র্যাক ব্যাংকের নওগাঁ শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান শাহিন প্রমুখ।