১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে টানা ৭ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রের্কড

রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। হিমালয় পাদদেশীয় এই জেলায় টানা দশ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করায় পুরো এলাকা মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহের মহ-কবলে পড়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

ভোর থেকে ঘন কুয়াশায় মাঠ-ঘাট ঢাকা থাকলেও সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলে। তবে ঝলমলে রোদ থাকলেও তাপের তেমন অনুভূতি ছিল না। ঠান্ডা বাতাসে শীতের দাপট অব্যাহত রয়েছে।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রোববার (১১ জানুয়ারি) তা নেমে আসে ৭ দশমিক ৩ ডিগ্রিতে।

এব্যপারে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় দৈনিক আমার বাংলাদেশ কে বলেন,গত কয়েক দিন ধরে এখানে তাপমাত্রার ওঠানামা চলছে। এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঞ্চগড়ের জেলার তেতুলিয়া উপজেলায়।

এদিকে টানা দশ দিন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকায় মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে, এলাকার সর্বত্রই। আগামী কয়েক দিনও এর ধারা অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top