মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বকচর বিওপির একটি টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের সীমান্তবর্তী বকচর গ্রাম থেকে তাদের আটক করে।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, বকচর গ্রামের মো. শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
আটককৃতরা হলেন—
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামের মো. শাহিন
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মো. তারাজুল ইসলাম
রাজশাহী বোয়ালিয়া থানার মো. শফিকুল ইসলাম মুন্না
শিবগঞ্জ উপজেলার লহালামারি গ্রামের মো. মিজানুর রহমান
আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।