১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

হাদি হত্যার বিচার চেয়ে স্ত্রীর আবেগঘন আহ্বান, ইনকিলাব মঞ্চের নীরবতা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি:

জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। পোস্টে তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানতে চান—এই হত্যার বিচার আদৌ হবে কি না এবং ইনকিলাব মঞ্চ কেন এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ লেখায় রাবেয়া ইসলাম সম্পা বলেন, ‘বিচার হবে না—এই কথাটাই মেনে নেওয়া যায় না। যেকোনো মূল্যে এই হত্যার বিচার হতেই হবে।’ একই সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় দেরি হওয়ায় তিনি গভীর অসন্তোষও প্রকাশ করেন।

পোস্টে তিনি শহীদ ওসমান হাদির নানা স্মৃতি ও বক্তব্য তুলে ধরে ইনকিলাব মঞ্চের প্রতি তার গভীর ভালোবাসার কথা স্মরণ করেন। হাদি সংগঠনটিকে নিজের ‘প্রথম সন্তান’ বলতেন উল্লেখ করে তিনি বর্তমান নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। তার ভাষায়, সহযোদ্ধাদের ভবিষ্যৎ নিয়ে হাদি সবসময় ভাবতেন এবং নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়িয়েছিলেন।

রাবেয়া ইসলাম সম্পা আরও লেখেন, যারা শুধু ভিডিও বা বক্তব্যের মাধ্যমে হাদিকে ভালোবেসেছেন, তাদের উচিত একবার ভেবে দেখা—আজ তার সহযোদ্ধা ভাই-বোনেরা কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে বিভিন্ন মহলে এখনও চাপ অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top