১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

বগুড়া শেরপুরে সড়কে গাছ ফেলে অটো রিক্সা ছিনতাই

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর- শেরুয়া বটতলা সড়কে ভোর রাতে গাছ কেটে রাস্তা অবরোধ করে একটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে ভবানীপুর ইউনিয়নের তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অটোরিক্সা চালক হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের মৃত তফের আলীর ছেলে মো. দুলাল হোসেন (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে দুলাল হোসেন ভবানীপুর রাস্তায় পৌঁছালে একদল ডাকাত আগে থেকেই গাছের গুড়ি ফেলে তার পথরোধ করে।

এরপর তাকে জোরপূর্বক অটোরিক্সা থেকে নামিয়ে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। শেরপুর থানার ওসি মো. ইব্রাহিম আলী বলেন, ভবানীপুর ও বিশালপুর এলাকায় আমাদের চারটি ইউনিট নিয়মিত কাজ করছে। ওই এলাকার নিরাপত্তা জোরদারে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য আবেদন করা হয়েছে। অচিরেই সেখানে সৌরবিদ্যুৎ বসানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top