মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বৃদ্ধাকে গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় পিতা-পুত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের যৌথ অভিযানে ঢাকার সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মাপাড়া তেলীপাড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে এরশাদ আলী (৪৫) এবং তার ছেলে সজিব (২২)। তারা সম্পর্কে পিতা-পুত্র।
বৃহস্পতিবার র্যাব ক্যাম্পের অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাদীর দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি দুপুরে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মাপাড়া তেলীপাড়া গ্রামে নিজ বাড়িতে বসবাসরত দেলোয়ারা ওরফে দুলালী বেগম (৬০) কে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। পরদিন নিহতের ভাই হাফিজুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকে গ্রেফতার এড়াতে আসামিরা কৌশলে আত্মগোপনে চলে যায়। ঘটনার পরপরই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে বুধবার সন্ধ্যায় র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী এবং র্যাব-৪, সিপিসি-২ নবীনগর, সাভার, ঢাকা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঢাকার সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পিতা-পুত্রকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃত পিতা-পুত্র এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন। বৃহস্পতিবার তাদের থানায় আনা হয়েছে।হত্যার রহস্য উদঘাটনে তাদের নিবিড় জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।