রুবেল ফরাজী, নিজেস্ব প্রতিনিধি :
মাদারীপুরের শিবচরে দীর্ঘদিন ধরে অসুস্থ ও শয্যাশায়ী স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বেপারীকান্দি এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম মোসা. রোকেয়া বেগম (৬০)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন এবং শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। অভিযুক্ত স্বামীর নাম আবুল হোসেন মৃধা (৬৫)। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী এবং পেশায় ভিক্ষুক বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন মৃধা ও তার স্ত্রী দীর্ঘদিন ঢাকায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। পরে তারা নিজ গ্রামে বাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। স্ত্রী দীর্ঘদিন গুরুতর অসুস্থ থাকায় তার সেবা করতে গিয়ে আবুল হোসেন মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় স্বামী-স্ত্রী একই ঘরে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে আবুল হোসেন তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম–এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শিবচর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।