সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত বগুড়া জেলার তিনটি উপজেলার পাঁচটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে শহরতলীর শাকপালা এলাকা থেকে ফিরোজ পোদ্দারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার ওমরদিঘী এলাকা থেকে রায়হান আলী রানাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে একটি ৯ মিলিমিটার রিভলভার, পাঁচটি দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
সেনাবাহিনীর দাবি অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।