১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ভোলাহাটে সাংবাদিকদের সঙ্গে সাবেক এমপি প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের মতবিনিময় সভা

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট) কলেজ মোড়ে বিএনপির অস্থায়ী অফিসে বৃহস্পতিবার বিকাল তিনটায় ১৫ জানুয়ারি ২০২৬ সাবেক এমপি প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম ভোলাহাট উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

সভায় ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন উপস্থিত ছিলেন এবং হিউম্যান রাইটস হিট ফাউন্ডেশন এর জেলা সভাপতি নবী ওয়ালীউল্লাহ উপস্থিত ছিলেন । এছাড়াও ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়সার আহমেদ, সাধারণ সম্পাদক সাহা কবিরসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, “সমাজের বাস্তব চিত্র ও সত্য ঘটনাগুলো তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য সংবাদ প্রকাশ করতে পারেন, সে ক্ষেত্রে তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরাও পেশাদারিত্ব বজায় রেখে সঠিক, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top