এম,এম,রহনান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ক্রীড়া সংঘের উদ্যোগে আব্দুর রব খান টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি দুপুর ২টা ১৫ মিনিটে শোলক ইউনিয়নের ঐতিহ্যবাহী তেলির মাঠে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ইতালি একাদশ ১০০ রানের ব্যবধানে খান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শোলক ক্রীড়া সংঘের সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান আকন (হলুদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সংগঠনিক সম্পাদক মেজর টিপু, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহাদাত হোসেন হাওলাদার, মাস্টার কাওছার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শোলক ক্রীড়া সংঘের সভাপতি হেমায়েত উদ্দিন হিমু সাংবাদিকদের জানান, ঢাকা বসুতি মা ও শিশু হাসপাতালের পরিচালক সাইদুল ইসলাম খান রুবেলের পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া অনুষ্ঠান চালিয়ে যাওয়া হবে।