মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত রাজবাড়ী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখকে ঢাকা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে। আটককৃত শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল আটকের সত্যতা নিশ্চিত করেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, গুলিবর্ষণ সহ একাধিক মামলা রয়েছে। শাহিন শেখ ২০২২ সালের মার্চ মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পায়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।