মোঃ আমিরুল হক, .রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনের সামনে দ্রুতগতি যানবাহনের চাপায় পাম্প শ্রমিক রিপন সাহার মৃত্য হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর রাতে সদর উপজেলার গোয়ালন্দ মোড় করিম ফিলিং স্টেশন এর সামনে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।
পাম্পের সিসি টিভি ফুটেজ ও কর্মচারীরা জানিয়েছেন, একটি জিপ গাড়ী এসে ৫ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়ে চলে যাওয়ার সময় টাকা চাওয়ার জন্য শ্রমিক রিপন গাড়ীর সামনে গিয়ে বাধা দিলে তাকে চাপা দিয়ে চলে যায় জিপটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন গাড়ীতে তেল নিচ্ছেন। পরে টাকা না দিয়েই চলে যায়।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ মিজানুর রহমান বলেন, ভোর রাতে করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলো ঢাকা মেট্টো-ঘ ১৩-৩৪৭৬ নম্বরের একটি জীপ গাড়ি। এ সময় টাকার জন্য রিপন সাহা দৌড়ে মহাসড়কে যায়। এর কিছুক্ষন পরে অন্য শ্রমিক জাকির হোসেন রিপনের মরদেহ মহাসড়কে পরে থাকতে দেখেন।
এ সময় মরদেহের মাথা ও মুখ থেতলানো ছিলো।
ওসি আরো জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলমান আছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে।