১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বগুড়ায় মাহী ও রুচি ফুড চানাচুর কারখানার ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সদর উপজেলার বানদিঘী, এরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মাহী চানাচুরের ১ লাখ ও রুচি ফুডের ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায়।
বগুড়া জেলা প্রশাসন, এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানা দু’টিতে ২ থেকে ৩ মাস ধরে পোড়া তেলে ভেজে চানাচুর তৈরি করে, অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে ময়লা মেঝেতে নোংরা পায়ে তৈরি চানাচুরে মসলা মেশাতে দেখা যায়।

অনুমোদনহীন ও নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার করে চানাচুর তৈরি করতে দেখা যায় বিএসটিআইসহ সকল প্রকার মানসনদ ও নিবন্ধনহীন অবস্থায় খাদ্য তৈরি করতে দেখা যায়। মোড়কে মিথ্যা ও অসম্পূর্ণ ঠিকানা এবং তথ্য দিয়ে খাদ্যপণ্য মোড়কীকরণ করতে দেখা যায়।

এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর ৩৯ ধারায় মাহী চানাচুরের ১ লাখ ও রুচি ফুডের ১ লাখ, মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার,অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন, সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন বগুড়া জেলা পুলিশ সদস্যবৃন্দের একটি চৌকস টিম। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top