সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সদর উপজেলার বানদিঘী, এরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মাহী চানাচুরের ১ লাখ ও রুচি ফুডের ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায়।
বগুড়া জেলা প্রশাসন, এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানা দু’টিতে ২ থেকে ৩ মাস ধরে পোড়া তেলে ভেজে চানাচুর তৈরি করে, অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে ময়লা মেঝেতে নোংরা পায়ে তৈরি চানাচুরে মসলা মেশাতে দেখা যায়।
অনুমোদনহীন ও নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার করে চানাচুর তৈরি করতে দেখা যায় বিএসটিআইসহ সকল প্রকার মানসনদ ও নিবন্ধনহীন অবস্থায় খাদ্য তৈরি করতে দেখা যায়। মোড়কে মিথ্যা ও অসম্পূর্ণ ঠিকানা এবং তথ্য দিয়ে খাদ্যপণ্য মোড়কীকরণ করতে দেখা যায়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর ৩৯ ধারায় মাহী চানাচুরের ১ লাখ ও রুচি ফুডের ১ লাখ, মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার,অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন, সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন বগুড়া জেলা পুলিশ সদস্যবৃন্দের একটি চৌকস টিম। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।