১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে পেটের ব্যাথা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল মমিন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাড়াদী (পাবনা পাড়া) গ্রামে পেটের ব্যথা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মমিন মন্ডল (৪০) নামের এক ব্যক্তি। নিহত মমিন একই গ্রামের কানু মন্ডলের ছেলে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাড়াদী (পাবনাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার, স্থানীয় জনসাধারণ ও পুলিশ সূত্রে জানা যায়, মমিন মন্ডল প্রবাসে যাওয়ার জন্য দীর্ঘদিন আগে প্রস্তুতি গ্রহণ করে। প্রবাস যাওয়ার জন্য প্রশিক্ষনের সময় হঠাৎ পেটের ব্যথা শুরু হয়। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকগণ তাকে অস্ত্রোপচার করেন। এরপর সুস্থ হয়ে দরিদ্র মমিন মাঠে-ঘাটে শ্রমিকের কাজ করতে শুরু করেন। সম্প্রতি কয়েকদিন মমিন মন্ডল পুনরায় পেটের ব্যথায় অসহনীয় হয়ে ওঠেন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসক এবং ফরিদপুরে চিকিৎসা গ্রহণ করেন। এতে কোন উন্নতি না হওয়ায় শুক্রবার বিকালে বাড়ির সবার চোখের অগোচরে বাড়াদী মধ্য মাঠে আইয়ুব মাস্টারের মেহগনি বাগানে একটি গাছের সঙ্গে গলায় নাইলনের রশি পেচিয়ে আত্মহত্যা করে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় মরদেহটি সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top