১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

লালমনিরহাটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলজাতীয় মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৪২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ফেনসিডিল।

র‍্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুক দুলালী মহিষতুলী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের বাসিন্দা আয়না বেগম (৪০) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে লুকিয়ে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে—৩১১ বোতল এসকাফ (ESKuf), ৯৮ বোতল ফেনসিডিল (Phensedyl) এবং ১৩৩ বোতল ফেয়ারডিল (Fairdyl)। সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকের পরিমাণ ৫৪২ বোতল।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আয়না বেগম ও তার স্বামী মো. সমির উদ্দিন ওরফে সমু দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিলজাতীয় মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে কৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। মাদক পরিবহন ও বিপণনের ক্ষেত্রে তারা নানান অভিনব পদ্ধতি ব্যবহার করতেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জব্দকৃত মাদকসহ তাকে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top