সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শেরপুর উপজেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলার হামছায়াপুরস্থ দলীয় কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।
শেরপুর উপজেলা জামায়াতের আমীর এবং শেরপুর-ধুনট নির্বাচনী এলাকায় জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মানছুরুর রহমান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হালিম, সিনিয়র নায়েবে আমীর মাওলানা মোঃ নাজমুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ আনিছুর রহমান ও শফিকুল ইসলাম।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী অফিস সেক্রেটারি বজলুর রহমান, বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, প্রচার সেক্রেটারি মোঃ ইফতেখার আলম, শহর জামায়াতের আমীর আঃ খালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্র জানায়, শেরপুর উপজেলার পাঁচ শতাধিক রোকনের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা রোকনদের নৈতিক ও সাংগঠনিক মান উন্নয়নে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।