মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার ১৭ জানুয়ারি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দিনব্যাপী ‘ভোটের গাড়ি’ প্রচারণা চালানো হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচন কমিশনের উদ্যোগে সোনাপুর বাজার, বালিয়াকান্দি বাজার ও জামালপুর বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়।
প্রচারণাকালে মাইকিং ও অডিও-ভিডিও বার্তার মাধ্যমে ভোটাধিকার, ভোট ও গণভোটের গুরুত্ব, ভোটকেন্দ্রে যাওয়ার নিয়ম এবং গোপন ভোটের নিশ্চয়তা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। বাজারকেন্দ্রিক এ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, সচেতন ভোটারই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে। ‘ভোটের গাড়ি’ কর্মসূচির মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে ভোট প্রদানের সঠিক ধারণা তৈরি হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়ছে।
এ বিষয়ে বালিয়াকান্দী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট “এহসানুল হক শিপন” বলেন “আমরা আশা করি “ভোটের গাড়ি” কার্যক্রমের মাধ্যমে জনসাধারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাচ্ছে। এবং স্থানীয়ভাবেও সরকারি নির্দেশনা মোতাবেক প্রচারণা কার্যক্রম চলমান থাকবে। ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতিতে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এই প্রত্যাশা রাখছি আমরা।”
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “ভোটাধিকার নিশ্চিত করা শুধু নির্বাচন কমিশনের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো সচেতন ও দায়িত্বশীল ভোটার। “ভোটের গাড়ি” কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় ভোট ও গণভোটের গুরুত্ব তুলে ধরা যাচ্ছে যা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষদের মধ্যে ভোট প্রদানের নিয়ম, গোপনীয়তা এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার বিষয়ে যে দ্বিধা বা ভ্রান্ত ধারণা রয়েছে তা দূর করতে এই প্রচারণা কার্যকর ভূমিকা রাখছে। আমরা বিশ্বাস করি, প্রশাসন ও নির্বাচন কমিশনের সমন্বিত এমন উদ্যোগ অব্যাহত থাকলে ভোটার উপস্থিতি বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।”