মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মুরাদনগর উপজেলার ১৩ নং সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রামপুর, পূর্ব সোনাউল্লাহ মটকিরচরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শত শত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলা ১৩ নং সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মঞ্জুর আলীর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে । এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব মোঃ মজিবুল হক মোল্লা মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট জনাব নাসির , মুরাদনগরের উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি কখনো কারও সঙ্গে আপোষ করেননি। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেন এবং আল্লাহ তায়ালার কাছে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
দোয়া মাহফিল শেষে শত শত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে