সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিলে এক তরুণীকে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও নাগরিক ঐক্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে ছাত্রদলের দুই নেতা গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বিহার ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে। আহতরা হলেন- উত্তরপাড়া গ্রামের মিলনের ছেলে ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক আলিফ (২২) এবং ভাসু বিহার গ্রামের মন্টু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিক (২৫)।
আলিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। অপর আহত আতিক শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সাবেক বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু অভিযোগ করে বলেন, “ছাত্রদল নেতা আলিফের চাচাতো বোনকে ওয়াজ মাহফিলে উত্যক্ত করা হলে এর প্রতিবাদ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে দুইজনকে গুরুতর আহত করে।
তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যদিকে নাগরিক ঐক্যের শিবগঞ্জ উপজেলা আহ্বায়ক শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “ওয়াজ মাহফিলের সংঘর্ষের ঘটনায় আমাদের দলের কোনো নেতাকর্মী জড়িত নয়।
প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের সুষ্ঠু তদন্ত দাবি করছি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “আহতদের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।