মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
প্রান্তিক জনকল্যাণ সংস্থার আয়োজনে শীতার্ত ও অসচ্ছল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের বনগ্রাম পূর্বপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রান্তিক জনকল্যাণ সংস্থার কর্মকর্তা, নির্বাহী সদস্য ও স্থানীয় আয়োজকদের উপস্থিতিতে প্রায় ১২০ জন দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রান্তিক জনকল্যাণ সংস্থাটি ২০১৭ সাল থেকে মানবতার সেবায় কাজ করে আসছে। সংস্থাটির প্রধান উপদেষ্টা হিসেবে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছেন লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান জুয়েল।
তিনি শুধু উপদেষ্টাই নন, বরং এই সংগঠনের মানবিক কার্যক্রমের অন্যতম প্রেরণা ও পথপ্রদর্শক। সংস্থাটি তার নেতৃত্বে কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান, রিকশাচালকদের জন্য রিকশা প্রদান, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি মানবিক দায়িত্ববোধের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এ বিষয়ে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান জুয়েল বলেন, মানবতার সেবায় এগিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। সমাজের প্রান্তিক ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। প্রান্তিক জনকল্যাণ সংস্থা ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান্তিক জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মো. শরিফুল ইসলাম, আজীবন সদস্য মো. আমিনুল ইসলাম, মোকাররম হোসেন বাচ্চু, আবু হেনা প্রমুখ।
এছাড়াও জানিপুর ইউনিয়নের চরবিহারিয়া গ্রামে পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করেন সমীর বিশ্বাস, অনুপ সরকার, বাবু প্রসাদ মজুমদার ও সাগর শেখ, স্থানীয়রা প্রান্তিক জনকল্যাণ সংস্থার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন সংগঠন সমাজে আরও বেশি প্রয়োজন, যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায়।