মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে ২২৬ পিস ইয়াবা, নগদ অর্থ ও একটি মোবাইল ফোনসহ জামাল (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে উপজেলার চাপিতলা ফরিদ উদ্দিন ডিগ্রি কলেজের পেছন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২৬ পিস ইয়াবা, ২৬ হাজার ৬০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে বাংগরা বাজার থানায় হস্তান্তর করা হয়।
অভিযানে বাংগরা বাজার থানা পুলিশের সাব-ইন্সপেক্টর সারোয়ারের নেতৃত্বে একটি দল যৌথ বাহিনীকে সহযোগিতা করে।
আটক জামাল কামাল্লা ইউনিয়নের পূর্বকুল গ্রামের সামছু মিয়ার ছেলে এবং কামাল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং হত্যা ও মাদকসহ একাধিক মামলার আসামি। প্রায় এক বছর আগে সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করেছিল। এলাকাজুড়ে জামাল ডাকাত সরদার হিসেবেও পরিচিত।
তার গ্রেফতারের খবরে কামাল্লা ইউনিয়নের সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এলাকাবাসী জানান, বিগত সরকারের সময়ে তার জুলুম-নির্যাতনে তারা দীর্ঘদিন অতিষ্ঠ ছিল। তারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বাংগরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, আটক জামালকে শনিবার (১৭ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।