এম,এম,রহমান, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসার গ্রামে শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধি ও টেকসই কার্যক্রম গ্রহণের লক্ষ্যে এক মতবিনিময় ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় এবং শেডবোর্ড বাংলাদেশ-এর পরিচালনায় গত ১৯ জানুয়ারি সকাল ১০টায় প্রতিষ্ঠানটির ধামসার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মিস্টার নিরঞ্জন দেউড়ী এবং সঞ্চালনায় ছিলেন প্রকল্পের ম্যানেজার জুলিয়েট হাওলাদার নিতু। সভায় বক্তব্য রাখেন জয়শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেকান্দার আলী হাওলাদার, জিজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আমিনুর রশিদ,উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান মাসুম, মিস্টার লোটাস কমল সরকার, নির্মল রায়, তাপস বাড়ি ও বিমল হাওলাদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় প্রকল্পের আওতায় পরিচালিত আত্মকর্মসংস্থান, শিশু সুরক্ষা, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ম্যানেজার জুলিয়েট হাওলাদার নিতু। তিনি শিশুদের অধিকার রক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা শিশু সুরক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশু সুরক্ষা বিষয়ক কার্যক্রমকে আরও টেকসই ও স্থায়ীভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন গঠনমূলক মতামত ও প্রস্তাব উপস্থাপন করা হয়।
সভা শেষে শিশু সুরক্ষা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে সকলের ঐকমত্য প্রকাশ করা হয়।
- আপডেট:
- অনলাইন ডেস্ক
এ সম্পর্কিত আরও খবর
উজিরপুরে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
- আপডেট:
- অনলাইন ডেস্ক
সর্বশেষ
জনপ্রিয়
সর্বশেষ
জনপ্রিয়
ফেসবুকে আমরা
মন্তব্য করুন
Login
0 Comments
Oldest
Newest
Most Voted
Inline Feedbacks
View all comments