নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে বিশেষ অভিযানে গিয়ে র্যাবের একটি দলের ওপর ভয়াবহ অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের ডিএডি (উপ-সহকারী পরিচালক) আব্দুল মোতালেব নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন র্যাবের এক সোর্সসহ আরও তিন সদস্য।
স্থানীয় সূত্র ও র্যাবের তথ্য অনুযায়ী, অভিযানের সময় ইয়াছিন বাহিনীর সদস্য কালা ইয়াছিন, নুরুল হক ভান্ডারী, ওমর ফারুক ও মো. কাজী ফারুকের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল র্যাব সদস্যদের ঘিরে ফেলে। তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে র্যাবের ওপর হামলা চালায়। হামলাকারীরা র্যাব সদস্যদের মারধর করে এবং একটি মাইক্রোবাস ভাঙচুর করে।
একপর্যায়ে সন্ত্রাসীরা র্যাবের একজন সোর্সসহ তিনজনকে আলীনগরের পাহাড়ি এলাকায় তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। পরে থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। তবে গুরুতর আহত অবস্থায় ডিএডি আব্দুল মোতালেবকে বাঁচানো সম্ভব হয়নি। আহত ল্যান্সনায়েক এমাম, কনস্টেবল রিফাত ও নায়েক আরিফকে সম্মিলিত সামরিক হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (১৯ জানুয়ারি) বিকেল চারটার দিকে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হলে ৪০০ থেকে ৫০০ জনের একটি দল মসজিদের মাইক ব্যবহার করে হামলায় অংশ নেয়। এতে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হন।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওইদিন বিকেলে এলাকায় একটি রাজনৈতিক সভা চলছিল। অভিযানের সময় র্যাব সদস্যরা সেখানে প্রবেশ করলে ইয়াছিন বাহিনীর লোকজন হামলা চালায় এবং র্যাবের কয়েকজনকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই জঙ্গল ছলিমপুর এলাকায় সন্ত্রাসী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা চলছে। একসময় মশিউর ও গফুর মেম্বারের বাহিনী এলাকায় নিয়ন্ত্রণ রাখলেও পরবর্তীতে ইয়াছিন বাহিনী শক্ত অবস্থান নেয়। অভিযোগ রয়েছে, পাহাড় কেটে প্লট বাণিজ্য, চাঁদাবাজি ও অবৈধ নিয়ন্ত্রণই এই সন্ত্রাসী গোষ্ঠীর মূল কর্মকাণ্ড।
হামলার ঘটনার পর ছিন্নমূল, আলীনগর ও লিংক রোড এলাকায় বিপুলসংখ্যক র্যাব-৭, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জঙ্গল ছলিমপুরজুড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্টরা বলছেন, এই অভিযানের লক্ষ্য শুধু হামলাকারীদের গ্রেপ্তার নয়—পুরো সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়া।