২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাবান, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় শীতার্তদের উষ্ণতায় ব্র্যাকের মানবিক উদ্যোগ, কম্বল পেয়ে চোখে জল অসহায় মানুষের

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

তীব্র শীতের কনকনে হাওয়ায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময় মানবতার উষ্ণতা নিয়ে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় ব্র্যাক ভাঙ্গুড়া শাখার আয়োজনে শাখা কার্যালয় চত্বরে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার মো. রাজু আহমেদ (দাবী)।

এ সময় উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক প্রণব কুমার তালুকদার (প্রগতি), উপজেলা হিসাব ব্যবস্থাপক পোদ্দাল (ব্র্যাক), শাখা ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: গোলাম রাব্বিসহ স্থানীয় সংবাদকর্মীরা।

প্রধান অতিথি তাঁর আবেগঘন বক্তব্যে বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই ব্র্যাকের মূল শক্তি। একজন শীতার্ত মানুষ যদি আজ একটু উষ্ণতা পায়, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সমাজের অন্যান্য এনজিও ও বিত্তবানদের প্রতি আহ্বান—এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান।”

অনুষ্ঠানে মোট ৪০০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে অনেক অসহায় মানুষের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দ। ৭০ বছর বয়সী শীতার্ত নারী সালেকা কম্বল হাতে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “এই শীতে কম্বল না পেলে কীভাবে থাকতাম জানি না। ব্র্যাক আজ আমাদের বাঁচিয়ে দিল।”

কালীবাড়ি বাজার এলাকার বৃদ্ধা লক্ষ্মী রানী বলেন, “এই শীতে আমাদের কেউ খোঁজ নেয়নি। ব্র্যাক অফিস থেকে ডেকে এনে নিজের হাতে কম্বল তুলে দিয়েছে। এই ভালোবাসা কোনোদিন ভুলবো না।”

“মানুষের পাশে আমরা, জরুরি সাড়া দান”—এই স্লোগানকে সামনে রেখে ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে ব্র্যাকের এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top