২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাবান, ১৪৪৭ হিজরি

ভূজপুর থানা অভিযানে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার

মোহাম্মদ রকিবুল হক শাকিল, ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ির ভূজপুর থানা পুলিশের অভিযানে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে। ২০ জানুয়ারি দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ এবং ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালিত হয়।

এসময় সুয়াবিল বারোমাসিয়া চা বাগান টি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ গজ পেছনে চা বাগানের জঙ্গলের ভেতর অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের ফেলে যাওয়া দুটি বস্তা থেকে মোট ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতা সৃষ্টি, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র সেখানে মজুদ করে রাখা হয়েছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top