২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাবান, ১৪৪৭ হিজরি

পবিপ্রবির ‘টিম ব্রেনিয়াক্স’ বাকৃবি বিজনেস কম্পিটিশনের রানার্স-আপ

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ব্রেনিয়াক্স (Brainiacs) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিজনেস আইডিয়া কম্পিটিশনে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

প্রতিযোগিতায় দেশজুড়ে ৫২টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ২১২টি দল অংশ নিয়েছিল। মোট চারটি ধাপে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত পর্যায়ে পাঁচটি দলকে পুরস্কৃত করা হয়। চূড়ান্ত পাঁচটিতে স্থান পাওয়া অন্য দলগুলো হলো বাংলাদেশ আর্মি ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ) , বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়।

টিম ব্রেনিয়াক্স এর সদস্যরা হলেন: পবিপ্রবির কৃষি অনুষদের শিক্ষার্থী নাফিস উদ্দিন ও অর্ণব সমাদ্দার এবং সিএসই অনুষদের শিক্ষার্থী উদিতা সরকার চন্দ্রবিন্দু। টিম ব্রেনিয়াক্স এর আগেও বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় সফলতা অর্জন করেছে।

টিমের অন্যতম সদস্য নাফিস উদ্দিন বলেন, “অন্যান্য প্রতিযোগিতার তুলনায় এটি আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবুও আমরা এক বছর ধরে সব ধাপ অতিক্রম করে এটি সফলভাবে শেষ করতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পেলে আমরা আমাদের আইডিয়াকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top