মো: দিদার উদ্দিন, হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার সাত লক্ষাধিক লোকের নৌপথে নিরাপদ ও ঝুঁকিহীনভাবে যাতায়াতকল্পে বিআইডব্লিউটিএর উদ্যোগে ফেরি চলাচলের ব্যবস্থা করায় স্থানীয় জনগন আনন্দে উদ্বেলিত।
অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে চট্টগ্রামের সন্ধীপসহ অনেক জায়গায় ফেরি সার্ভিস চালু করেছে। গত জুন মাসে হরনী ইউনিয়নে মেঘনা লোয়ার অংশে “হাতিয়া নৌবন্দর ” নির্মাণের গেজেট প্রকাশিত হল।
সুবর্ণচর সংলগ্ন চেয়ারম্যানঘাট টু নলচিরা ঘাটে ফেরি উদ্বোধন হওয়ায় সুসংবাদে মহাখুশি অবহেলিত হাতিয়াবাসী। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে স্বার্থান্বেষীমহলের অপপ্রচার ও রাজনীতিকরণে জনগণের মধ্যে সংশয় তৈরি হচ্ছে।
নোয়াখালী-৬ (হাতিয়া) সাম্প্রতিক উন্নয়ন কাজের আবদুল হান্নান মাসুদ সহ আরো সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নৌপরিবহন উপদেষ্টা মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন জনসাধারণ। ফেরিঘাট নির্মাণ ও ফেরি চলাচলের ব্যবস্থা করার জন্য।
এতে সাধারণ মানুষের আনন্দিত।