মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযানে ৭ জন মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রতি জনকে একশত টাকা জরিমানা করা হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে, বালিয়াকান্দি সদর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত রুস্তম মিয়ার ছেলে মোঃ নাসির মিয়া, শ্রীপুর গ্রামের রহিম মোল্লার ছেলে মোঃ শোভন মোল্লা, বালিয়াকান্দি গ্রামের মৃত কুরবান আলীর ছেলে মোঃ করিম মিয়া, উত্তর বালিয়াকান্দি গ্রামের শিশ সমাদ্দারের ছেলে সনজিত, বালিয়াকান্দি গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মোঃ হাবিব মিয়া, জাবরকোল গ্রামের জালাল মিয়ার ছেলে মোঃ কামরুল ইসলাম এবং বালিয়াকান্দি গ্রামের আঃ রহিমের ছেলে সাব্বির আহমদ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বালিয়াকান্দি উপজেলা সদরের তালপট্রি মাদ্রাসা মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছিল। সেনাবাহিনী এবং বালিয়াকান্দি থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী মোট ৭টি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার হওয়া ৭ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত ৩ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসন জানায়, ‘সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’ স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের নিয়মিত এবং কঠোর অভিযানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।