২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাবান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ১৭ দিন ধরে নিখোঁজ গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের আলাতুলী হাটপাড়া এলাকায় পদ্মা নদী থেকে ১৭ দিন ধরে নিখোঁজ গোলকাজুল ওরফে কাজল (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের গোদাগাড়ী হাটপাড়া ঘাটে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর তা শনাক্ত করে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেন ওরফে ফিরোজ মেম্বারের ছেলে নিখোঁজ গোলকাজুলের পরিবার। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, গত ০৩ জানুয়ারী রাতে নিখোঁজ হয় গোলকাজুল। এ ঘটনায় ০৮ জানুয়ারি নিখোঁজ গোলকাজুলের স্ত্রী লিসা বেগম বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতাসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ জনসহ মোট ১৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, নির্যাতন করে হত্যার পর নদীতে লাশ ফেলে গেছে আসামীরা।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, স্থানীয়দের দেয়া খবরে পুলিশ নদী থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। নিখোঁজ গোলকাজলের পরিবার মরদেহটি সনাক্ত করেছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top