সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের বাসিন্দা বিএডিসির সাবেক কর্মকর্তা এবং শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী অনার্স মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক প্রভাষক নাহিদ আল মালেকের শ্বশুর বীরমুক্তিযোদ্ধা আলহাজ।
মোজাম্মেল হক সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ২১ জানুয়ারি বুধবার সকাল দশ টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন হাফেজ মাও: আমিনুল ইসলাম।
এর আগে মরহুমের কফিনে জাতীয় পতাকায় মুড়িয়ে রাষ্ট্রের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন ও গান স্যালুট করা হয়। পুস্পমাল্য অর্পণ করেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: খায়রুজ্জামান।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ধুনটের সাবেক পৌর প্রশাসক আকতারুল আলম সেলিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম,মরহুমের ছোটভাই বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী সরকার,বিশিষ্ট সমাজসেবক সোলায়মান আলী, জুয়েল মল্লিক প্রমুখ।
বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোজাম্মেল হক সরকার মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ৩ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়ে নাতি নাতনি অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লেখক ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী মো: সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।