২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৭ হিজরি

নীলফামারীর জলঢাকায় ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই নারী।

বুধবার (২১ জানুয়ারি) সকালে জলঢাকা পৌরসভার চৌকিদারের মোড় এলাকায় রংপুর–ডিমলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী সুমিত্রা রানী ওরফে পাতা রানী (২৬) জলঢাকা উপজেলার পশ্চিম কাঠালী ভোগমারী এলাকার বাসিন্দা এবং তিনি একজন ইপিজেড কর্মী বলে জানা গেছে। দুর্ঘটনায় আহতরা হলেন দিতি রানী (২৫) ও ভগবতী রায় (২৭)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ঘন কুয়াশার মধ্যে রংপুর থেকে আসা একটি ট্রাকের সঙ্গে জলঢাকা কেশ কোম্পানির দিকে যাচ্ছিল একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাতা রানীর মৃত্যু হয়। সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়, ফলে তা শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুই নারীকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘন কুয়াশা ও বেপরোয়া গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top