২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৭ হিজরি

সহিংসতামুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নান্দাইল যুব ফোরামের আলোচনা সভা

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:

আসন্ন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে সহিংসতামুক্ত, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সরব হয়েছে তরুণ প্রজন্ম। এই লক্ষ্য বাস্তবায়নে ‘নান্দাইল যুব ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত এক ত্রৈমাসিক আলোচনা সভায় নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন, প্রার্থী এবং ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’ ময়মনসিংহের ‘আস্থা’ প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ফোরামের সদস্যরা আগামীর একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

নান্দাইল যুব ফোরামের আহ্বায়ক সাংবাদিক মো. শাহজাহান ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতি আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. ইমন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশিক্ষক জ্যোতি আক্তার।

সভায় বক্তারা বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। আগামী ১২ই ফেব্রুয়ারি নান্দাইলের মানুষ যেন কোনো ভয়ভীতি বা সহিংসতার শিকার না হয়ে নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসনকে কঠোর হতে হবে। একইসঙ্গে সংসদ সদস্য প্রার্থীদেরকেও নির্বাচনী আচরণবিধি মেনে চলে সহিংসতা এড়িয়ে চলতে হবে।”

যুব ফোরামের পক্ষ থেকে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয় যে, তারা যেন সঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই এই ফোরামের মূল লক্ষ্য।

সভায় আরও বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আরজে মিন্টু, সদস্য সচিব সাংবাদিক আমিনুল ইসলাম, সদস্য মো. মাহবুব আলম প্রমুখ। সভায় নান্দাইল যুব ফোরামের সকল সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top