সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ
গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে বগুড়ায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বগুড়া সদর উপজেলার ফাঁপোড় পশ্চিমপাড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক ই আজম বীর প্রতিক বলেন, গণতন্ত্র সুসংহত করতে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই রাষ্ট্র পরিচালনায় তাদের মতামত প্রকাশ করে।
তাই প্রত্যেক নাগরিককে ভোটার হিসেবে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহায়ক হবে।
এ জন্য সরকার ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ভোটারসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয় এবং ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।