নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুরে শ্বশুরবাড়ি থেকে ধানের শীষের নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাতে হাজারো মানুষের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে তিনি আনুষ্ঠানিকভাবে গণসংযোগ ও প্রচারণার সূচনা করেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, “ড. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষকে বিজয়ী করার যে প্রত্যয়, সেটিই আপনাদের কাছ থেকে জবান হিসেবে নিয়ে গেলাম।”
এর আগে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়িতে পৌঁছে স্থানীয় মুরুব্বি ও এলাকাবাসীর দোয়া কামনা করেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি জনগণের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যেই রাজনীতি করে। ধানের শীষ জয়ী হলে সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালু করা হবে। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের কথা উল্লেখ করে তিনি জানান, প্রতিটি জেলায় উন্নত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে যুবকরা দক্ষতা অর্জন করে বিদেশে ভালো চাকরি পেতে পারেন এবং দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ে।
কৃষকদের সেচ সুবিধা ও উৎপাদন বাড়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত ‘খাল খনন’ কর্মসূচি পুনরায় চালুর ঘোষণাও দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, সারা দেশে খাল খননের মাধ্যমে কৃষি অর্থনীতিতে নতুন গতি আসবে।
গত দেড় দশকের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করা হয়েছিল। এই নির্বাচন মানুষের হাতে ক্ষমতার চাবিকাঠি ফিরিয়ে দেওয়ার লড়াই বলেও মন্তব্য করেন তিনি।