২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

ভোলাহাটে সাংবাদিক ইয়াকুবের ওপর প্রাণঘাতী হামলা

মোঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিক সমাজ আজ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। সত্য বলা যদি অপরাধ হয়ে দাঁড়ায়, তবে রাষ্ট্র কোন পথে এগোচ্ছে—এই প্রশ্ন আজ জোরালোভাবে সামনে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ক্রাইম রিপোর্টার সাংবাদিক মোঃ ইয়াকুব আলীর ওপর সংঘটিত প্রাণঘাতী হামলা আবারও প্রমাণ করল—এই দেশে সত্য বলা ও সত্য প্রকাশের মূল্য অনেক সময় রক্ত দিয়ে দিতে হয়। অপরাধ, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরলেই একশ্রেণির স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের শত্রু মনে করছে।
পরিকল্পিতভাবে হামলা, হুমকি ও নানা ধরনের নিপীড়নের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা চালানো হচ্ছে। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়—এটি মুক্ত সাংবাদিকতা, ন্যায়বিচার এবং সত্য বলার অধিকার ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।
প্রশ্ন হলো—সাংবাদিকরা কি তবে নিরাপত্তাহীনতার মাঝেই দায়িত্ব পালন করবে? সত্য বলা ও অপরাধীদের মুখোশ উন্মোচনের শাস্তি কি এভাবেই রক্ত দিয়ে দিতে হবে?
আমরা অবিলম্বে এই হামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। নইলে একদিন সত্য বলা মানুষ আর খুঁজে পাওয়া যাবে না, নীরবতাই হয়ে উঠবে রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা।
সাংবাদিকদের কলম থামানো যাবে না।
সত্য বলা কখনো হত্যা করা যায় না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top