মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের জুতায় লাল স্টেপ থাকার অভিযোগে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনাটি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয়। এর পরিপ্রেক্ষিতে ডিমলা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আফরোজা বেগমকে। কমিটির অপর দুই সদস্য সংশ্লিষ্ট শিক্ষা ও প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা। কমিটিকে দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থীকে জুতায় লাল স্টেপ থাকার অভিযোগে প্রকাশ্যে অশ্লীল ভাষায় গালাগাল, কান ধরে উঠবস করানো এবং সূর্যের দিকে তাকিয়ে রাখার অভিযোগ ওঠে।
এতে শিক্ষার্থীরা মানসিকভাবে ভীত ও অপমানিত হয়েছে বলে দাবি করেন অভিভাবকরা। ঘটনার পর অভিভাবকদের পক্ষ থেকে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়।
ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিভাবক ও সচেতন মহল বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।