রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার নয়ারহাট পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণকে ঘিরে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ারের বিরুদ্ধে নির্ধারিত সরকারি ফি’র বাইরে নানা খাতে টাকা আদায়ের অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
(২২ জানুয়ারী) বৃহঃপতিবার সরেজমিন অনুসন্ধানে জানা যায়, এসএসসি ফরম পূরণের পাশাপাশি ছাত্রীদের উপবৃত্তি কার্যক্রম, বনভোজন, মিলাদ মাহফিল, লাইব্রেরি ব্যবহার ও কম্পিউটার প্রশিক্ষণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ সংগ্রহ করা হয়।
অভিযোগ রয়েছে, এসব খাতের কোনো কার্যক্রম বাস্তবে পরিচালিত হয়নি, অথচ অর্থ আদায় করা হয়েছে বাধ্যতামূলকভাবে।
এদিকে, করোনাকালীন ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সরকার থেকে ফরম পূরণ বাবদ ফেরত দেওয়া জনপ্রতি ৪৫০ টাকা করে প্রায় ১২০ জন শিক্ষার্থীর মোট প্রায় ৫৪ হাজার টাকা এখনো ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের দাবি, এই অর্থ বিদ্যালয় কর্তৃপক্ষ আত্মসাৎ করেছে।
আরও জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাঠ সংস্কারের নামে অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য উপকমিটি গঠন করা হলেও সেখানে প্রধান শিক্ষকের ঘনিষ্ঠ মাত্র ২-৩ জন শিক্ষককে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে অন্যান্য শিক্ষকরা কার্যত উপেক্ষিত ও বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বলেন,অন্যান্য বিদ্যালয়ে এর চেয়েও বেশি ফি নেওয়া হয়েছে। তাছাড়া অতিরিক্ত যে টাকা নেওয়া হয়েছে, সেটি মূলত আমার অনলাইন কার্যক্রমের খরচ মেটানোর জন্য।”
এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।