মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:
তারুণ্যের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পর্যটন খাতের উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘পর্যটনে তারুণ্যের উৎসব’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত ০৫ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত ‘তারুণ্যের উৎসব’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তরুণদের সম্পৃক্ত করে পর্যটন খাতের বিকাশ, প্রচার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে ‘পর্যটনে তারুণ্যের উৎসব’ আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
উৎসবের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পর্যটন উন্নয়ন ও প্রচারে নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়। এসবের মধ্যে ছিল পর্যটন বিষয়ক ইনোভেটিভ আইডিয়া হান্টিং, জেলার পর্যটন আকর্ষণ তুলে ধরতে ফটো ও ভিডিও প্রতিযোগিতা, পর্যটন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা এবং পর্যটন গন্তব্যে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন।
কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলা সরকারি গণগ্রন্থাগারে ৪০ জন তরুণ-তরুণীর অংশগ্রহণে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র আলুটিলা পর্যটন কেন্দ্রে ৪০ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক জনাব আবু সেলিম মাহমুদ উল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক (বিপণন ও আন্তর্জাতিক সম্পর্ক) জনাব মহিবুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহফুজ-উল-শাকিক। পরিচ্ছন্নতা কার্যক্রমে বিডি ক্লিন খাগড়াছড়ি–এর জেলা সমন্বয়ক মাহফুজ হোসেন সকালসহ সংগঠনের ৪০ জন দায়িত্বশীল সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ট্যুরিজম লুডু প্রতিযোগিতায় চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচজন বিজয়ীকে পরবর্তীতে জেলা পর্যায়ে আয়োজিত তারুণ্যের উৎসবের মূল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।