২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দীতে প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

ঋতুচক্রের আবর্তনে প্রতি বছর শীত আসে ভিন্ন এক বাস্তবতা নিয়ে। সামর্থ্যবানদের ঘরে যেখানে শীত আনন্দ ও উৎসবের বার্তা বয়ে আনে, সেখানে দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনে শীত হয়ে ওঠে নৈরাশ্য ও দুর্ভোগের প্রতীক। কনকনে হিমেল হাওয়া, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে অসহায় মানুষের জীবন পড়ে চরম বিপাকে। এ সময় মানবিক সহায়তাই হতে পারে তাদের জন্য সবচেয়ে বড় আশ্রয়।

বৃহষ্পতিবার (২২ জানুয়ারি) রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর (বারুগ্রাম) আবাসনে বসবাসকারী ভুমিহীন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করেছে প্রান্তিক জনকল্যাণ সংস্থা। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, সাবেক সেনা কর্মকর্তা, রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের ভাতসালা গ্রামের কৃতিসন্তান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এস এম মতিউর রহমান জুয়েল-এর প্রান্তিক জনকল্যাণ সংস্থার আর্থিক সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র ও হুইলচেয়ার বিতরণ করা হয়।

এ কর্মসূচির আওতায় বালিয়াকান্দি উপজেলার কুবদী, খাটা কুবদী, বেতাঙ্গা ও চরআড়কান্দীসহ বেশ কয়েকটি গ্রামের শীতার্ত মানুষের মাঝে কম্বল, জ্যাকেট, মাফলার, চাদর ও শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বহরপুর ইউনিয়নের কুবদী গ্রামের পঙ্গু ব্যক্তি লোকমান হোসেন-এর চলাচলের সুবিধার্থে তাকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।

প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন সংস্থার আজীবন সদস্য সার্জেন্ট (অব.) মোঃ ওবায়দুর রহমান, সার্জেন্ট মোশারফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিচ সেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনিরুল ইসলাম, মোঃ জাহিদ ফকির, বালিয়াকান্দী প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিয়ার রহমান আতিক, সাংবাদিক ইমদাদুল হক রানা প্রমূখ। এ সময় সুবিধা ভোগী পরিবারের সদস্য বৃন্দ সূধীজনেরা উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান,নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারা বলেন, নিঃস্বার্থভাবে অসহায় মানুষের সেবা করাই প্রকৃত মানবতা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top