২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দির সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীদের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা। সহকারী প্রধান শিক্ষক বাবু পরিতোষ কুমার বিশ্বাস, প্রভাষ চন্দ্র মন্ডল, শ্রী বিষ্ণ পদ ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান পরিচালানা কমিটির সভাপতিসহ সকল সদস্যবৃন্দ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নারদ কুমার বাছাড়।

ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের আনন্দ দিতে আয়োজন করা হয় ‘যেমন খুশি তেমন সাজো’, ‘হাইজাম, লংজাম, দৌড় প্রতিযোগিতা, বালিশ চাতুরী, কবিতা আবৃত্তি, নাচ, গান, কৌতুক, ফান, রম্য গল্প সহ নানা প্রকার মনোমুগ্ধকর কার্যক্রম, যা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে। অনুষ্ঠান শেষ বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top