২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় দারুত তাহফিজ আল-ইসলামিয়া’র শুভ উদ্বোধন, কুরআন শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় কুরআন ও আদর্শ ইসলামী শিক্ষার প্রসারে নতুন একটি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে দারুত তাহফিজ আল-ইসলামিয়া দীঘিনালা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এশার নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসাটির উদ্বোধন করা হয়।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা হামিদুল্লাহ নোমান। শিক্ষা পরিচালক হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা রুহুল আমিন এবং সহকারী পরিচালক হিসেবে দায়িত্বে আছেন মাওলানা ক্বারী মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে দীঘিনালা উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, পরিচালক ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুত তাহফিজ আল-ইসলামিয়া দীঘিনালার পরিচালক মাওলানা হামিদুল্লাহ নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা রুহুল আমিন, খতিব— বাস টার্মিনাল জামে মসজিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ক্বারী মাহবুবুর রহমান, খতিব— বোয়ালখালী নতুন বাজার জামে মসজিদ।
দারুত তাহফিজ আল-ইসলামিয়া দীঘিনালা বোয়ালখালী মক্কা সুপার মার্কেটের ৫ম তলায় অবস্থিত। প্রতিষ্ঠানটি চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করেছে।
এ মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য আবাসিক ও অনাবাসিক— উভয় ধরনের সুবিধা রয়েছে। কুরআন হিফজ ও আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ শিক্ষকদের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, দারুত তাহফিজ আল-ইসলামিয়া দীঘিনালা অত্র অঞ্চলে কুরআন হাফেজ তৈরি ও নৈতিকতাসম্পন্ন আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top