মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে এক কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএনসি, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওই এলাকার বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক (৪০)–কে গ্রেফতার করা হয়। তিনি মৃত রফিকুল ইসলামের ছেলে। গ্রেফতারের সময় তার হেফাজতে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো এক কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেছে। ডিএনসি কর্তৃপক্ষ জানায়, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।