মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে র্যাব-১৩-এর অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অবৈধ অস্ত্রের মজুদ ঠেকাতে র্যাবের তৎপরতা আবারও দৃশ্যমান হলো।
র্যাব জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর রাতে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পূর্ব বালাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। জলঢাকা–ডালিয়া সড়কের পার্শ্বে অবস্থিত মৃত আছির উদ্দিনের ছেলে তোফাজ্জল (৬০)-এর বাঁশ বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভেতর থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জলঢাকা থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে অস্ত্রের অপব্যবহার নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।