এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজাদের হামলায় একই পরিবারের দুই নারীসহ চারজন আহত হয়েছেন। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ঘটনাটি ঘটে গত ২১ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে শিবপুর গ্রামে। আহতরা হলেন—আব্দুল আজিজ সরদার (৪৫), তার স্ত্রী সালমা বেগম (৪০), কন্যা মোসাম্মৎ লামিয়া বেগম (২৩) এবং পরিবারের আরেক সদস্য।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাই জাহাঙ্গীর সরদার (৬৩) ও তার ছেলে শাহাদাত সরদার (৩৫) এবং মেহেদী হাসান সরদার (২০) প্রথমে অকথ্য ভাষায় গালাগালি করেন। এতে প্রতিবাদ করলে তারা কাঠের লাঠি দিয়ে আব্দুল আজিজ সরদারকে মারধর শুরু করেন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী ও কন্যাকেও বেদম মারধর করা হয়।
স্থানীয়রা ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর আরেক ভাতিজা মিজানুর রহমান সরদার (২৮) বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের পর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে পুনরায় হামলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম বলেন,
“একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
- আপডেট:
- অনলাইন ডেস্ক
এ সম্পর্কিত আরও খবর
জমিজমা বিরোধে উজিরপুরে রণক্ষেত্র, একই পরিবারের দুই নারীসহ আহত ৪ হামলার ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ
- আপডেট:
- অনলাইন ডেস্ক
সর্বশেষ
জনপ্রিয়
সর্বশেষ
জনপ্রিয়
ফেসবুকে আমরা
মন্তব্য করুন
Login
0 Comments
Oldest
Newest
Most Voted
Inline Feedbacks
View all comments