২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর সমর্থকের জরিমানা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

নির্বাচনী আচরণবিধি লঙ্গনের দায়ে মোবাইল কোর্টের অভিযানে রাজবাড়ী-২ আসনের বাংলাদেশ ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর এক সমর্থককে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮:টা থেকে আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ কালুখালী উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করেন। অভিযানে রাত ৮ টার পর মাইক বাজিয়ে নির্বাচনী প্রচারণা করায় এবং এর মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৭(খ) লংঘন করায় বিধি ২৭ অনুসারে হাত পাখা মার্কা’র অনুসারি মোঃ শুকুর আলীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া উপস্থিত অন্যান্য ব্যক্তিদের ভবিষ্যৎ এ এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top