২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

উজিরপুরে সন্ত্রাস, মাদক ও চাপমুক্ত নির্বাচন উপহার দিতে চায় বাংলাদেশ সেনাবাহিনী — মতবিনিময় সভায় মেজর

এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিমুক্ত এবং চাপহীন একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বাংলাদেশ সেনাবাহিনী। আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় উজিরপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত উজিরপুর অস্থায়ী আর্মি ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইলেকট্রনিক ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেজর বলেন, “সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান অত্যন্ত কঠোর। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কোনো প্রকার আপস করা হবে না।”

তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং অপরাধ নির্মূলে সেনাবাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে জনদুর্ভোগ কমাতে উজিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো যানজটমুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইচলাদী বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক এইচ এম শাহিন মল্লিক, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশ, গড়িয়া নতুন হাট বাজারের ইজারাদার মোঃ লিটন রাড়িসহ আরও অনেকে।

বক্তারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top