২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

নীলফামারীর জলঢাকায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে নীলফামারীর জলঢাকা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাতের দিকে জলঢাকা পৌরসভার নদীর পাড় ও আমরুলবাড়ী এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চিহ্নিত মাদক ডিলার রবিউল ইসলাম (৩৪) ও গোলাম কিবরিয়া কিবু (৪২)কে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের হেফাজত থেকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ, একটি সুজুকি ১১০ সিসি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন এবং মাদক লেনদেন সংক্রান্ত দুটি হিসাবের খাতা উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর জলঢাকা ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামত মাদক বেচাকেনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, জলঢাকাসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে যৌথ বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা যৌথ বাহিনীর এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে এমন ধারাবাহিক ও কঠোর অভিযান চলমান থাকলে এলাকায় অপরাধপ্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top