মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তত্তিপুরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে গঙ্গা নদীর তীরে এ ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্তের সমাগম ঘটে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গঙ্গাস্নান করলে পাপ মোচন হয় এবং আত্মশুদ্ধি লাভ করা যায়—এমন বিশ্বাস থেকে নারী-পুরুষসহ সব বয়সী ভক্তরা গঙ্গা নদীতে স্নান করেন। এ উপলক্ষে তত্তিপুর এলাকাজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। নদীর তীরে বসে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
গঙ্গাস্নানকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত মানুষের সমাগম হওয়ায় সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তৎপর ছিল স্থানীয় প্রশাসন। পাশাপাশি স্বেচ্ছাসেবকরা ভক্তদের সহযোগিতায় নিয়োজিত ছিলেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর নির্দিষ্ট সময়ে তত্তিপুরে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই আয়োজনটি এখন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এলাকার একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।