মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার বন্ধের জোরালো দাবিতে নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশনের নীলফামারী জেলা শাখা।
রোববার (২৫ জানুয়ারি) সংগঠনটির জেলা শাখার নেতৃত্ববৃন্দ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন।
জেলা শাখার পরিচালক মাহমুদ হাচানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সাঈদ বিন ইসলাম, শিক্ষা ও সচেতনতা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম, দপ্তর সম্পাদক সিয়াম ইসলাম, সদস্য মুজাহিদ ইসলাম আদিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, জাতীয় শিশু নীতি–২০১১ ও শিশু আইন–২০১৩ অনুযায়ী শিশুদের নির্বাচনী বা রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ বাস্তবে শিশুদের দিয়ে মিছিল, পোস্টার বহন, স্লোগানসহ নানা কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এর ফলে শিশুদের শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকার চরমভাবে ব্যাহত হচ্ছে। এসব অনিয়ম বন্ধে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি প্রশাসনের কঠোর নির্দেশনা নিশ্চিত করতে চার দফা দাবি উত্থাপন করা হয়।
এ সময় মাহমুদ হাচান বলেন, “শিশুদের হাতে বই থাকার কথা, ব্যানার নয়। নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার শুধু আইনবিরোধীই নয়, এটি একটি নীরব নির্যাতন। আমরা এমন নির্বাচন চাই, যেখানে শিশুদের অধিকার ও নিরাপত্তা সর্বাগ্রে গুরুত্ব পাবে।”
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। শিশুদের সুরক্ষা ও আইন বাস্তবায়নে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, একটি শিশুবান্ধব, মানবিক ও ন্যায়ভিত্তিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই সচেতনতামূলক আন্দোলন অব্যাহত থাকবে।