মোহাম্মদ রকিবুল হক (শাকিল), ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে নিখোঁজের পাঁচ দিন পর রাজু মিয়া (১৯) নামে এক তরুণের ম/রদে/হ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খনকাইয়া খালে ভাসমান অবস্থায় ম/রদে/হটি দেখতে পান স্থানীয়রা।
পরে তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করেন। নিহত রাজু মিয়া ওই এলাকার দায়মুল্লাহ তালুকদার বাড়ির কবির হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি রাতে রাজু মিয়া নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
ঘটনাটি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সোয়েব সিকদার বলেন,সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হই।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।